ভারতে মেটার ভেরিফায়েড পরিষেবা চালু

৮ জুন, ২০২৩ ২১:৪২  

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ভারতে তাদের ভেরিফায়েড পরিষেবা চালু করেছে। এর মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ব্লু ভেরিফিকেশন টিক কিনতে পারবেন।

আপাতত এই পরিষেবাটি মোবাইল অ্যাপের জন্য নিয়ে আসা হয়েছে। মেটা ব্লু টিক ভেরিফায়েড পরিষেবা গ্রহণ করার জন্য মাসে ৬৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

আর আগামী কয়েক মাসের মধ্যে ওয়েবে প্রতি মাসে ৫৯৯ টাকার বিনিময়ে এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

মেটার এক বিবৃতিতে বলা হয়েছে যে, “মেটা ভেরিফায়েড এখন ভারতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য চালু। আইওএস বা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাসে ৬৯৯ টাকা ফি দিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে ওয়েব ভার্সনের জন্য এই পরিষেবা নিয়ে আসবো এবং প্রতি মাসে ৫৯৯ টাকা চার্জ করবো।”

উল্লেখিত মাসিক চার্জ ছাড়াও ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্টে ব্লু টিক লাগাতে সরকারি আইডি দিতে হবে।

মেটা জানিয়েছে, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি থেকে সুরক্ষা পাবে এবং কোম্পানির পক্ষ থেকে আরও ভালো অ্যাকাউন্ট সাপোর্টও দেওয়া হবে।

ডিবিটেক/বিএমটি